Search
Close this search box.

বিধাননগরে খুলল নাক-কান-গলার চিকিৎসার অত্যাধুনিক হাসপাতাল।

কিডনি, নার্ভ, হার্ট, অস্থিরোগ, গ্যাস্ট্রো এবং ইউরো সমস্যা সহ আরও একাধিক অঙ্গের অসুখের জন্য ভিন্ন হাসপাতাল রয়েছে কলকাতায়। তবে নাক-কান-গলার আধুনিক চিকিৎসার কোনও কেন্দ্র এতদিন রাজ্যে ছিল না। সেই অভাব পূরণে সল্টলেকের এফবি ব্লকে চালু হল পূর্ব ভারতের প্রথম ইএনটি সুপার স্পেশালিটি সেন্টার। ইএনটি বিশেষজ্ঞ ডাঃ তুষারকান্তি ঘোষের প্রতিষ্ঠিত ঘোষ ইএনটি ফাউন্ডেশনের উদ্যোগে চালু হওয়া এই হাসপাতালের উদ্বোধন করেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। এছাড়া ওইদিন উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র পারিষদ তুলসী সিংহ রায় এবং বাণী রায় ব্যানার্জি প্রমুখ।

ডাঃ তুষারকান্তি ঘোষ বলেন, ‘নানা কারণে ছোটরা বার বার  সর্দি কাশিতে ভোগে। বারংবার সংক্রমণের কারণে নাক ও গলার মধ্যবর্তী অংশে থাকা অ্যাডিনয়েডস গ্ল্যান্ড বা টনসিল গ্ল্যান্ডে সংক্রমণ হয়। গ্ল্যান্ড প্রদাহ দেখা যায়। গ্লান্ড ফুলে যায়। এর ফলে বাচ্চার ঘুমের সময় শ্বাসনালীতে বায়ু চলাচলে বিঘ্ন ঘটে। আগে সঠিক চিকিৎসা ব্যবস্থার অভাব ছিল। রোগ নির্ণয়েও ব্যাঘাত ঘটত। ফলে চিকিৎসাও সম্ভব ছিল না। এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে। তাই অ্যাডিনয়েকটমি বা টনসিলেকটমির মতো সার্জারির সাহায্যে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে শুধু শিশু নয়, ছোট থেকে বড় সকলের ইএনটি সংক্রান্ত নানা জটিল সমস্যার সমাধান মিলবে হাসপাতালে।’

সাবস্ক্রাইব করুন

স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন খবর, তথ্য এবং চিকিৎসকের মতামত আপনার মেইল বক্সে পেতে সাবস্ক্রাইব করুন.

Table of Contents

আমাদের সাম্প্রতিক পোষ্ট গুলি দেখতে ক্লিক করুন

আমাদের বিশিষ্ট লেখক এবং চিকিৎসক