Search
Close this search box.

ময়েশ্চারাইজিং আর হাইড্রেটিং-এর পার্থক্য

ময়েশ্চারাইজিং আর হাইড্রেটিং এই দুটি শব্দ কি একই অর্থে ব্যবহৃত হয়

 হ্যাঁ, আমরা অনেকেই অবশ্য তাই করে থাকি| আসলে, আমাদের কারোর শুষ্ক ত্বক কারোর বা আর্দ্র ত্বক। কেউ হাইড্রেটর বা ময়েশ্চারাইজার ব্যবহার করি। কিন্তু আমাদের ত্বকের জন্য কোনটি উপকারী? আজ আমরা ত্বকের ধরণ আলোচনার পাশাপাশি কার জন্য কোনটি প্রয়োজনীয় সেই বিষয়ে আলোচনা করব। আমরা অনেকেই মনে করি যে হাইড্রেশন এমন কিছু যা শুধুমাত্র শুষ্ক বা ডিহাইড্রেটেড ত্বকের মানুষদের জন্যই দরকারী। কিন্তু আমাদের সকলেরই ত্বককে হাইড্রেট করা খুবই প্রয়োজন। শরীরকে সুস্থ রাখার জন্য শরীরকে যেমন হাইড্রেট করা প্রয়োজন, ত্বকের ক্ষেত্রেও তাই। এখন প্রশ্ন হল, এই হাইড্রেশন আসলে কী? ময়েশ্চারাইজিং আর হাইড্রেটিং কী একই? বাজারে এমন কিছু প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো আপনাকে হাইড্রেটেড ত্বক দেওয়ার কথা বলে। আসলে, এই প্রোডাক্টগুলির মধ্যে আছে তেল, জল, এবং বিভিন্ন ক্রিম বা জেল। কিন্তু হাইড্রেশন না ময়েশ্চারাইজার কোনটা আমাদের শরীরে বেশী দরকারী? চলুন জেনে নেওয়া যাক। বিশেষজ্ঞরা বলছেন ,হাইড্রেটর এবং ময়েশ্চারাইজার হল বিপণনের পরিভাষা। তাই বিভিন্ন ব্র্যান্ডগুলি তাদের ইচ্ছামত এই দুটো শব্দকে ব্যবহার করে।

ময়েশ্চারাইজার কী?

 বিশেষজ্ঞদের মতে, “ময়েশ্চারাইজার গুলি হল তেল-ভিত্তিক উপাদান, যার মধ্যে অক্লুসিভ এজেন্ট, যেমন পেট্রোলিয়াম বা খনিজ তেল এবং এস্টার, উদ্ভিদ তেলের মতো ইমোলিয়েন্ট উপাদান বর্তমান। তারা ত্বকের ওপর একটি লেয়ার বা স্তর তৈরী করে যা জলকে বাষ্পীভূত হতে বাধা দেয়। এগুলি ত্বককে মসৃণ করে তোলে।”

হাইড্রেটর কী?

বিশেষজ্ঞরা বলেছেন,”হাইড্রেটর হল হিউমেক্ট্যান্ট নামক উপাদান, যেমন গ্লিসারিন বা হায়ালুরোনিক অ্যাসিড, যা ত্বক থেকে জল শোষণ রোধ করে এবং আপনার ত্বককে সতেজ রাখতে সাহায্য করে।“

কোন ত্বকের জন্য কোনটি সেরা?

বাজারে বিভিন্ন রকম প্রোডাক্ট সহজলভ্য। কিন্তু তাদের অধিকাংশরই একই রকম। বেশিরভাগ বডি লোশন এবং ক্রিম উভয়তেই অক্লুসিভ, এমোলাইনেন্ট উপাদান এবং হিমেট্যান্ট উপাদানগুলি বর্তমান। তাই তারা একই সাথে ময়শ্চারাইজ এবং হাইড্র্যাট দুইই করে। তাই প্যাকেটের গায়ে লেখা উপাদানগুলি পড়ুন, জানুন সেগুলির ব্যাপারে। তারপর পরীক্ষা করে দেখুন। কখনও কখনও আপনার ত্বক শুধুমাত্র একটি ময়েশ্চারাইজার বা হাইড্রেটর দিয়ে ভাল হতে পারে, আবার কখনও উভয়ই নয়। হাইড্রেটেড রাখার জন্য আপনার ত্বকে কোন হাইড্রেটর বা ময়শ্চারাইজার গ্রহণযোগ্য হবে তা আপনি প্রোডাক্ট ব্যবহারের পরেই সর্বাধিক ভালো বুঝতে পারবেন। আপনার যদি শুষ্ক ত্বক হয়, তাহলে ঘন বা গাঢ় ময়েশ্চারাইজার ব্যবহার করুন। আপনার ত্বক যদি স্বাভাবিকভাবেই ড্রাই হয় তবে তা আবহাওয়া সম্পর্কিত ডিহাইড্রেশন নয়। এর জন্য আপনার ত্বকের আর্দ্রতা লক করার জন্য ত্বকের ওপর একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরী করা প্রয়োজন। আর তাই দরকার ময়শ্চারাইজার। একটি ঘন, এমোলিয়েন্ট ময়শ্চারাইজার আপনার ত্বককে শীতকালীন শুষ্কতা থেকেও রক্ষা করবে।

ত্বক শুষ্ক হলে, সেরা সমাধান কি?

 সবচেয়ে ভালো উপায় হলো, পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা। এক ত্বক বিশেষজ্ঞের কথায়, “শুষ্ক ত্বকের জন্য, অক্লুসিভ এজেন্টগুলির মধ্যে সর্বোত্তম পেট্রলিয়াম জেলি এ ক্ষেত্রে সেরা কাজ করে।“ তিনি আরও বলেন, “কিন্তু যদি কেউ পেট্রোলিয়াম এড়াতে চায় তবে শিয়া বাটার বা সয়াবিনের তেল ব্যবহার করতে পারেন। তবে বাস্তবিকে, পেট্রোলিয়ামটি সেরা।“ এছাড়াও যে উপকরণগুলি অবশ্যই আপনারা চেষ্টা করতে পারেন তা হলো- বিভিন্ন উদ্ভিদজ তেল যেমন জোজোবা তেল এবং নারকেল তেল। আপনার যদি তৈলাক্ত ত্বক থাকে তবে ওয়াটার বেসড্ হাইড্রেটর এবং ময়েশ্চারাইজার ব্যবহার করে দেখুন। আপনার ত্বক যদি তৈলাক্ত হয় তার অর্থ এই নয় যে আপনার ত্বক ডিহাইড্রেটেড নয়। তৈলাক্ত ত্বকের মানুষের পক্ষে প্রায়ই তাদের ত্বকের আর্দ্রতা ধরে রাখা কঠিন। ত্বক থেকে আর্দ্রতা দূর হয়ে যাওয়ার সাথে সাথে ত্বক ডিহাইড্রেটেড হয়ে যায় যার ফলে ত্বক আরও তেল তৈরি করে।

ত্বককে সঠিকভাবে হাইড্রেটেড করার উপায়

হাইড্রেটেড করার জন্য সবচেয়ে ভালো হলো, ওয়াটার বেসড্ নন- কমেডোজেনিক হাইড্রেটর এবং ময়শ্চারাইজার ব্যবহার করা। এই প্রোডাক্টগুলি ত্বককে নরম করে এবং এগুলি আপনার ত্বকের ছিদ্রগুলি বন্ধ করতে সাহায্য করে।

কোন প্রোডাক্ট আপনাকে ময়শ্চারাইজ বা হাইড্রেট করবে তা কীভাবে জানবেন? সুতরাং, শেষ পর্যন্ত বলা যায়, যখন আপনার ত্বককে হাইড্রেটেড রাখার কথা আসে, তখন কোনটি ভাল হাইড্রেটর নাকি ময়েশ্চারাইজার? এর উত্তর সম্ভবত উভয়ই। আমরা উপরে উল্লিখিত আলোচনা থেকে বুঝতে পারি যে, এইসব জিনিসগুলি আপনার ত্বকের ধরনের উপর নির্ভর করে। সাধারণত, একটি ময়শ্চারাইজার এবং হাইড্রেটর বা উভয়ই ব্যবহার করলে আপনার কোনো ক্ষতি হবে না। তবে প্রথমে হায়ালুরোনিক অ্যাসিডের মতো হিউমেক্ট্যান্ট প্রয়োগ করে ত্বককে হাইড্রেট করুন, তারপর এটিকে লক করার জন্য উদ্ভিদজ তেলের মতো কিছু অক্লুসিভ ময়েশ্চারাইজার ব্যবহার করুন। অথবা, আপনি যদি জিনিসগুলি সহজভাবে ব্যবহার করতে চান তবে এমন একটি প্রোডাক্ট ব্যবহার করুন যা উভয়ের কাজই করে। ফেস মাস্ক এমন একটি প্রোডাক্ট যা আপনার ত্বককে হাইড্রেট এবং ময়শ্চারাইজ করে। আপনি যদি সারা বছর একটি সুন্দর, হাইড্রেটেড ত্বক চান তাহলে আপনার হাইড্রেটর এবং ময়েশ্চারাইজার দুইই প্রয়োজন।

সাবস্ক্রাইব করুন

স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন খবর, তথ্য এবং চিকিৎসকের মতামত আপনার মেইল বক্সে পেতে সাবস্ক্রাইব করুন.

Table of Contents

আমাদের সাম্প্রতিক পোষ্ট গুলি দেখতে ক্লিক করুন

আমাদের বিশিষ্ট লেখক এবং চিকিৎসক