Search
Close this search box.

মস্তিষ্কের গভীরে থাকা টিউমার এবং অন্যান্য সমস্যার অপারেশন নিয়ে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স-এ আয়োজিত হল ‘স্কাল বেস লাইভ নিউরোসার্জারি ওয়ার্কশপ এবং ডব্লিএফএনএসফাউন্ডেশন কোর্স ২০২৩’

পূর্বভারতে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হল এমন এক হাসপাতালে যেখানে সাধ্যের মধ্যে অথচ অতি উন্নত পর্যায়ের ব্রেন এবং স্পাইন সার্জারি হয়। প্রতিষ্ঠানের মূল লক্ষ্যই হল বিশেষজ্ঞ দ্বারা অত্যন্ত জটিল ধরনের সমস্যাগুলির মীমাংসা করা।

‘স্কাল বেস সার্জারি’ বা খুলি নির্ভর সার্জারি হল এমনই এক ধরনের অপারেশন যেক্ষেত্রে খুলির একেবারে নীচের দিকে হওয়া নানা ধরনের সমস্যা যেমন টিউমার বা বিশেষ ধরনের বৃদ্ধি সরানো হয় অপারেশনের মাধ্যমে। স্কাল বেস সার্জারির মূল চ্যালেঞ্জ হল, খুলিতে খুব ছোট্ট বা অংশ খুলে তার মধ্যে দিয়ে সার্জারির যন্ত্রপাতি প্রবেশ করানো। একই সঙ্গে ব্রেনের বিভিন্ন নিউরোন যাতে কোনওমতেই ক্ষতিগ্রস্ত না হয় তার দিকেও চিকিৎসকদের রাখতে হয় বাড়তি নজর।
ইতিমধ্যেই প্রায় সাফল্যের সঙ্গে ৫ হাজার রোগীর স্কাল বেস সার্জারি হয়েছে এই প্রতিষ্ঠানে। হাসপাতালের নিউরোনেভিগেশন, ব্রেন ম্যাপিং, ইন্ট্রা অপারেটিভ মনিটরিং, সফিস্টিগেটেড রেডিওলজিক্যাল সফটওয়্যার, হাই এন্ড মাইক্রোস্কোপ এবং এন্ডোস্কোপ, অ্যানাস্থেশিয়া, ক্রিটিক্যাল কেয়ার, অ্যানস্থেশিয়া, নিউরো রিহ্যাবিলিটেশনের মতো অকল্পনীয় উন্নত ব্যবস্থার মাধ্যমে ক্র্যানিওফ্যারিঞ্জিওমা, সেরিবেলো-পন্টাইন অ্যাঙ্গেল টিউমার, সামনের এবং কেন্দ্রীয় মস্তিষ্কের স্কাল বেস টিউমার, পিট্যুইটারি টিউমার, পেট্রো-ক্লাইভাল টিউমারের মতো জটিল রোগের সফল চিকিৎসার কৃতিত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
সেরা নিউরোসার্জেন, নিউরোঅ্যানাস্থেটিস্ট, ক্রিটিকাল কেয়ার কনসালটেন্ট, অতি উন্নত ক্যাথ ল্যাব সমন্বিত হাসপাতালে তাই যে জটিল সমস্যা নিয়ে নানা জায়গা থেকেই চিকিৎসা করাতে আসেন রোগীরা।

চিকিৎসা ক্ষেত্রে এই ধরনের স্বচ্ছতার কারণেই সম্প্রতি ওয়ার্ল্ড ফেডারেশন অব নিউরোসার্জিক্যাল সোসাইটিজ এবং (ডব্লিউএফএনএস) ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স একত্রে অতি সম্মানীয় ‘স্কাল বেস লাইভ নিউরোসার্জারি ওয়ার্কশপ’ করার সুযোগ পেয়েছিল। এই কর্মশালায় অংশ নেন বিখ্যাত অধ্যাপক ডাঃ রবিন সেনগুপ্ত, অধ্যাপক ডাঃ ভিঙ্কো ডলেঙ্ক, অধ্যাপক ডাঃ হিরোতোশি সানো, অধ্যাপক ডাঃ বসন্ত কে মিশ্র প্রমুখ।

বহু জাতীয় এবং আন্তর্জাতিক চিকিৎসক এবং পড়ুয়া চিকিৎসক পড়ুয়া এই বিশেষ অ্যাকাডেমিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের পক্ষ থেকেও এই বিশেষ কোর্সকে অনুমোদন দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর শুরু হওয়া দু’দিনব্যাপী এই কোর্স শেষ হয়েছে ১ অক্টোবর। কোর্সের উদ্বোধন করেন অধ্যাপক ডাঃ সুকুমার মুখোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা ডাঃ দেবাশিস ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন নিউরোসার্জেন ডাঃ অমিত কুমার ঘোষ।
ছবিতে বাম দিকে থেকে—
অধ্যাপক বসন্ত কে মিশ্র, ডাঃ হৃষীকেশ কুমার (ভাইস চেয়ারম্যান) ডাঃ জয়ন্ত রায়, ডাঃ আর পি সেনগুপ্ত (চেয়ারম্যান), ডাঃ সুকুমার মুখোপাধ্যায়

সাবস্ক্রাইব করুন

স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন খবর, তথ্য এবং চিকিৎসকের মতামত আপনার মেইল বক্সে পেতে সাবস্ক্রাইব করুন.

Table of Contents

আমাদের সাম্প্রতিক পোষ্ট গুলি দেখতে ক্লিক করুন

আমাদের বিশিষ্ট লেখক এবং চিকিৎসক