Search
Close this search box.

আই এন কে স্পাইন আপডেট ২০২৩, মেরুদন্ড নিয়ে অস্ত্রোপচার বিষয়ে বড় মাপের কর্মশালা  

Written by

Health and Wellness Blogger

আই এন কে স্পাইন আপডেট ২০২৩, মেরুদন্ড নিয়ে অস্ত্রোপচার বিষয়ে বড় মাপের কর্মশালা  

    দেশব্যাপী তরুণ সার্জনদের মেরুদন্ড (স্পাইন) সার্জারির সর্বাধুনিক পদ্ধতিগুলো সম্পর্কে অবহিত করার জন্য সম্প্রতি ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, কলকাতা (আই এন কে-) – এর উদ্যোগে একটি কর্মশালা আয়োজিত হয়ে গেল মহানগরীতে। ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, কলকাতা’র স্পাইন ইউনিটের উদ্যোগে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি এই কর্মশালা আয়োজিত হয়েছিল। রোগীকে অজ্ঞান না করেই মোশন প্রিজার্ভিং সার্ভিকাল ডিস্ক রিপ্লেসমেন্ট এবং এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির মতো অত্যাধুনিক অস্ত্রোপচার পদ্ধতি সম্পর্কে এই কর্মশালায় যোগদানকারী সার্জনদের প্রশিক্ষণ দেওয়া হয়।

      এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি এক ধরণের মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি- চামড়ার ওপরে আট মিলিমিটারের মতো ছোটো ছিদ্রের সাহায্যেই যা করা যায়। অস্ত্রোপচার হয়ে গেলে সে দিনই অথবা পরের দিন রোগী বাড়ী চলে যেতে পারেন। এই পদ্ধতিতে সার্জারির আরেকটা সুবিধা হল- রোগী খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, অফিসেও যেতে পারেন।

 কর্মশালায় প্যারিসের বিশিষ্ট স্পাইন সার্জন ডা: করিম ম্যাক্সিম চাল্লালি অংশগ্রহণ করেন। ডা: চাল্লালি ইইরোপে সবচেয়ে বেশী সংখ্যক ইউনিল্যাটারাল বাইপোর্টাল এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করেছেন। সার্জারির এই ক্ষেত্রে তাঁর অবদানের জন্য ডা: চাল্লালি সমগ্র বিশ্বে একটি শ্রদ্ধেয় নাম।

কর্মশালা চলাকালীন ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, কলকাতায় মেরুদণ্ডের সমস্যা আছে এমন ছ' জন রোগীর অস্ত্রোপচার করা হয়েছে। পূর্ব ভারতে এই প্রথম মেরুদন্ডের অস্ত্রোপচার সংক্রান্ত এমন অভিনব উদ্যোগ নেওয়া হল। দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় পঁচিশ জন সার্জন এই কর্মশালায় যোগ দিয়েছিলেন।

           এন্ডোস্কোপিক স্পাইনাল সার্জারির পদ্ধতিগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। ওপেন বা কাটাছেঁড়া করে এবং মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি বা কম কাটাছেঁড়া করে মেরুদন্ডে অস্ত্রোপচারের অন্যান্য পদ্ধতিগুলির তুলনায় এন্ডোস্কোপিক স্পাইনাল সার্জারিতে মৃত্যুুর হার খুব কম। আই এন কে কলকাতায় গত এক বছর ধরে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করা হ’চ্ছে। পূর্ব ভারত তথা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা এই প্রতিষ্ঠানে এসে মেরুদন্ডে সার্জারির সর্বাধুনিক পদ্ধতির সাহায্য নিয়ে উপকৃত হচ্ছেন। এই প্রতিষ্ঠানে এন্ডোস্কোপি করানোর জন্য আন্তর্জাতিক মানের সাজসরঞ্জাম রয়েছে। মেরুদন্ডের সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন সেই সব রোগীদের সর্বাধুনিক পরিষেবা দিতে আই এন কে’র প্রশিক্ষিত ও দক্ষ এন্ডোস্কোপিক স্পাইনাল সার্জনেরা বদ্ধপরিকর। 

সাবস্ক্রাইব করুন

স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন খবর, তথ্য এবং চিকিৎসকের মতামত আপনার মেইল বক্সে পেতে সাবস্ক্রাইব করুন.

Table of Contents

আমাদের সাম্প্রতিক পোষ্ট গুলি দেখতে ক্লিক করুন

আমাদের বিশিষ্ট লেখক এবং চিকিৎসক